বাংলাদেশে উত্তরাধিকার আইন কোনানে বর্ণিত অংশ দ্বারা নির্ধারিত হয়।
উত্তরাধিকাররী শ্রেণীতে কতটিঃ
উত্তরাধিকার আইনে
উত্তরাধিকাররীগণকে ৩টি শ্রেণীতে ভাগ করা হইয়াছে যথাঃ
ক) ১ম শ্রেণী নির্দিষ্ট অংশের উত্তরাধিকারী ১২
জন ব্যক্তি।
খ) ২য় শ্রেণী আসবা বা অবশিষ্টভোগী।
গ) ৩য় শ্রেণী পরবর্তী আত্বীয় বা অহরাম।
নোটঃ ১ম শ্রেণী
নির্দিষ্ট অংশের উত্তরাধিকারী ১২ জন ব্যক্তি ও ২য় শ্রেণী আসবা বা অবশিষ্টভোগী না থাকলে-
৩য় শ্রেণী পরবর্তী আত্বীয় বা অহরামগন সম্পত্তির অংশ পাবেন।
কোন অবস্থাতে
মৃত ব্যক্তির সম্পদ বাজেয়াপ্ত হইয়া সরকারের অনুকুলে যাবে না।
মুসলিম উত্তরাধিকার আইনে ত্যাজ্য প্রযোজ্য নয়। এছাড়াও বাংলাদেশে উত্তরাধিকার আইনে বদ্ধ, হিন্দু, খৃষ্টান ও অনান্য ধর্মাবলীতে তাজ্য প্রযোজ্য নয়।
ক) শুধুমাত্র
খৃষ্টান ধর্মে ধর্মান্তরিত হলে সম্পত্তির অধিকার বিদ্যামান থাকে।
খ) ইসলাম, বদ্ধ,
হিন্দু ও অনান্য ধর্মাবলীতে ধর্মান্তরিত হলে সম্পত্তির অধিকার থাকে না।