লেখক: Maruf Hossen Jewel
প্রবেট হচ্ছে আদালতের মাধ্যমে উইলের প্রমাণ। কোনো ব্যক্তি উইলমূলে কোনো সম্পত্তি পেলে দাতার মৃত্যুর পর আপনা-আপনি কার্যকর হয় না। যার অনুকূলে উইল সম্পাদন করা হয়েছে তিনি ওই উইল দাখিল করে আদালতে দরখাস্ত দ্বারা স্বতসিদ্ধ (প্রবেট) করে নেবেন।
উইলমূলে স্বতসিদ্ধ করার বা প্রবেটের দরখাস্ত দাখিল করে প্রবেট বিজ্ঞাপনী (Notice) যথাযথ নিয়মে জারি করাতে হয়।
এ জন্য প্রথমে দরখাস্ত প্রতিজ্ঞাপত্র (Affidavit) সম্পাদন করে আদালতে দাখিল করতে হয়। উইলকারী একের অধিক ব্যক্তির অনুকূলে সম্পত্তি উইল করে থাকলে প্রবেট নেওয়ার সময় যার ওপর সম্পত্তি পরিচালনার ভার অর্পিত হবে তিনি পরিচালক (Administrator) নিযুক্ত হবেন। প্রকৃত উইল নিবন্ধনের (Registration) পর প্রবেটসহ আদালত থেকে দরখাস্তকারী পাবে। আদালত থেকে উইলের নকল নেওয়ার প্রয়োজন হলে স্বার্থবান ব্যক্তিকে প্রথমে প্রতিজ্ঞাপত্র (Affidavit) যুক্ত দরখাস্ত দ্বারা আদালতের অনুমতি প্রার্থনা করতে হবে। অনুমতি পেলে অতঃপর আদালতে নকলের জন্য দরখাস্ত করবেন। উইলের প্রবেট (উইল বলে স্বতসিদ্ধির আদেশনামা) নিতে আদালত মাশুল (কোর্ট ফি) দিতে হবে। এই কোর্ট ফি সম্পত্তির মূল্যানুপাতে (Ad valorem) নির্ধারিত নিয়মে প্রদান করতে হবে।
আরো পড়ুন:
নোট: ভাল লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না
আমার সাইটঃ MHJ & Associates
নোট: আমাদের ফেসবুক Lawyer's Club Rajshahi পেজ এ লাইক দিয়ে সাথে থাকুন।