একতরফা ডিক্রিঃ
দেওয়ানী কার্যবিধির ৯ নং আদেশের ৬ নং বিধিতে একতরফা ডিক্রি সম্পর্কে আলোচনা করা হ্কইয়াছে।
একতরফা ডিক্রি প্রদানের মুল শর্ত কিঃ
একতরফা রায়ের মুল শর্ত হলো যে ,বিবাদীর প্রতি আইনানুগভাবে সমন জারী করা হয়েছে এমন প্রমান থাকতে হবে ।
একতরফা রায় বৈধ কিনাঃ
একতরফা ডিক্রী বিবাদীর অনুপস্থিতিতে প্রদান করার কারনেই বাতিল বা বাতিলযোগ্য বা অকার্যকর করা যায়না যতক্ষণ না পর্যন্ত উহা আইনগত ও বৈধ কারণে বাতিল করা হয় । একতরফা ডিক্রী মূলত প্রতিদ্বন্দ্বিতামুলক ডিক্রীর মতই সমান গুরুত্বপূর্ণ এবং একইভাবে বলবতযোগ্য ।
কিভাবে একতরফা ডিক্রী রদ করা যায়ঃ
(১) দেওয়ানী কার্যবিধির ৯ নং আদেশের ১৩ নং বিধিতে একতরফা ডিক্রী রদ করার বিধান করা হয়েছে ।
বলা হয়েছে যে ,কোন মামলায় কোন বিবাদীর বিরুদ্ধে একতরফা ডিক্রী দেয়া ,উক্ত বিবাদী ডিক্রী প্রদানকারী আদালতে উহা রদ করার আদেশ দানের জন্য আবেদন করতে পারেন । যদি আদসালতকে বিবাদী সন্তোষটো করতে পারে যে ,সমন যথারীতি জারী হয়নি কিংবা জারী হলেও যখন মামলাটি শুনানির জন্য ডাকা হয়েছিল তখন যেকোনো যথেষ্ট কারণে উপস্থিত হতে বাধাপ্রাপ্ত হয়েছিল ,তাহলে আদালত মামলার ব্যয় পরিশোধ বা অন্য কোন শর্তে ডিক্রী রদের আদেশ দিতে পারেন ।
(২) একতরফা ডিক্রীর বিরুদ্ধে বিবাদী ৯৬ ধারা মতে আপীল দায়ের করতে পারে ।
(৩) দেওয়ানী কার্যবিধির ৪৭ নং আদেশের ১ নং বিধি অনুযায়ী রায় পুনঃ -