দন্ডবিধির-১৮৬০ এর ২৯৯ ও ৩০০ ধারার মধ্যে পার্থক্য

0
দন্ডবিধি-১৮৬০ এর ২৯৯ ধারায় বর্ণিত হত্যায় পর্যায়ভূক্ত নহে এমন নরহত্যা অর্থাৎ অপরাধজনক নরহত্যা Culpable homicide not amounting to murder

দন্ডবিধি-১৮৬০ এর ৩০০ ধারায় বর্ণিত হত্যার সমপর্যায়ভূক্ত নরহত্যা অর্থাৎ খুনের (Culpable homicide amounting to murder) মধ্যে যে সকল পার্থক্য পরিলক্ষিত হয়, তাহা নিম্নে নিরুপণ করা হইল:

নোটঃ দন্ডবিধি-১৮৬০ সম্পর্কে  আরো জানতে লিঙ্কে ক্লিক করুন “Maruf Hossen Jewel
১। নর কর্তৃক অপর নরকে হত্যা করা নরহত্যা হিসেবে গণ্য করা হয়। আর নর হত্যাটি যদি Guilty mind সহকারে সম্পাদিত হয় তখন তাহাকে অপরাধজনক নরহত্যা বা Culpable homicide বলা হয়; যাহা দন্ডবিধি-১৮৬০ এর ২৯৯ ধারায় বর্ণিত হইয়াছে।

অপরদিকে, অপরাধজনক নরহত্যা যখন কোন কলহ বা উত্তেজনা ছাড়া বরং পরিকল্পিত এবং কাজের প্রত্যেক্ষ ফলস্বরুপ সংঘটিত হয় তখন তাহাকে খুন বা Murder বলা হয়; যাহা দন্ডবিধি-১৮৬০ এর ৩০০ ধারায় বর্ণিত হইয়াছে।

২। অপরাধজনক নরহত্যা মূল অপরাধ।

পক্ষান্তরে, খুন, অপরাধজনক নরহত্যার একটি শাখা হিসাবে গণ্য হয়।

৩। সকল অপরাধজনক নরহত্যা খুন নহে।

কিন্তু, সকল খুন অবশ্যই অপরাধজনক নরহত্যা।

৪। অপরাধজনক নরহত্যার ক্ষেত্রে অপরাধের সকল উপাদান বিদ্যমান থাকেনা।

অপরদিকে, খুনের ক্ষেত্রে অপরাধের সকল উপাদান বিধ্যমান থাকে।

৫। যদি উত্তেজনা বশত: বা আকস্মিক কলহ বা আত্মরক্ষার্থে বা সরকারী কর্মচারীর কৃত কর্ম, ইত্যাদি কারণে, যদি কোন হত্যা সংঘঠিত হয়, তবে তাহা খুন নহে, বরং অপরাধজনক নরহত্যা হিসেবে গণ্য হইবে।

পক্ষান্তরে, অপরাধজনক হত্যা সংঘঠনের অভিপ্রায় সহকারে এবং কোন কারণ ছাড়া, প্রত্যেক্ষ কাজের ফল হিসাবে হত্যা সংঘঠিত হইবে তখন তাহা খুন হিসাবে গণ্য হয়।

৬। অপরাধজনক কাজের পরোক্ষ ফল হিসাবে যখন হত্যা সংঘটিত হয় তখন তাহা অপরাধজনক নরহত্যা।

কিন্ত, অপরাধজনক কাজের প্রত্যেক্ষ ফল হিসাবে যখন হত্যা সংঘটিত হয় তখন তাহা খুন বলিয়া গণ্য হয়।

৭। অপরাধজনক নরহত্যা, খুন অপেক্ষা লঘুতর অপরাধ।

অপরদিকে, খুন অপরাধজনক নরহত্যা অপেক্ষা গুরুতর অপরাধ।

৮। অপরাধজনক নরহত্যার সজ্ঞা দন্ডবিধি-১৮৬০ এর ২৯৯ ধারায় এবং শাস্তির বিধান ৩০৪ ধারায় বর্ণিত হইয়াছে।

পক্ষান্তরে, খুনের সজ্ঞা দন্ডবিধি-১৮৬০ এর ৩০০ ধারায় এবং শাস্তির বিধান ৩০২ ধারায় বর্ণিত হইয়াছে।

৯। অপরাধজনক নরহত্যার শাস্তি যাবজ্জীবন কারাদন্ড বা যে কোন বর্ণনার কারাদন্ড বা যে কোন বর্ণনার কারাদন্ড যাহার মেয়াদ ১০ বৎসর পর্যন্ত হইতে পারে দন্ডনীয় হইবে এবং অর্থদন্ডে দন্ডনীয় হইবে।

কিন্তু, খুনের শাস্তি মৃত্যুদন্ড বা যাবজ্জীবন কারাদন্ড এবং অর্থদন্ডে দন্ডনীয় হইবে।

১০। অপরাধজনক নরহত্যা ইংরেজীতে Culpable homicide বলা হয়।

অপরদিকে, খুনের ইংরেজী প্রতিশব্দ হইল Murder.

উপরোক্তভাবে দন্ডবিধি-১৮৬০ এর ২৯৯ এবং ৩০০ ধারার মধ্যে পার্থক্য নির্ণয় করা যায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)

buttons=(Accept !) days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top