আইন কি What is Law

0
আইনঃ
আইন শব্দটি ফার্সি শব্দ।
আইন একটি বিমূর্ত বিষয়, যাকে স্পর্শ বা দেখা যায় না, তবে অনুভব করা যায়, বিশ্বাস করা ও শ্রদ্ধা করা যায়। 
আইনের প্রবর্তনঃ
হামুরাবি, মিশরীয়, রোমানদের পরে কোরআনিক নিয়ম- নীতি, আদেশ- উপদেশ সবকিছু মিলে সময়ের প্রয়জনে আইন তৈরি হয়েছে। 
“কিছু আইন প্রকৃতিগত, কিছু আইন সমাজগত, কিছু আইন ঈশ্বর কতৃক, আবার কিছু আইন মানুষ কতৃক সৃষ্টি হলেও বর্তমান পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষের কাছে পার্লামান্টে বা সংসদে পাশ করা কোন নতুন নিয়ম বা রুলই হল আইন।”

সাধারন মানুষের কাছে আইনের এই পরিচিতির সার্বজনীনতা নিয়ে প্রশ্ন থাকলেও, আইনের অস্তিত নিয়ে কোন প্রশ্ন চলে না বা  কোন প্রশ্ন করা যাবে না।। 

আইনের নির্দিষ্ট কোন সংজ্ঞা না থাকলেও আইনের প্রতি সাধারণ মানুষের ধারনা বিভিন্ন জনের কাছে বিভিন্ন ধরনের। 
তবে আর যাই হউক আইনের সাথে যুক্তি, দর্শন, চিন্তা শক্তি, বিজ্ঞান ও পর্যবেক্ষন আষ্টে পিষ্টে জুড়ে আছে।

Visit My FB Page: Maruf Hossen Jewel!

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)

buttons=(Accept !) days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top