ফৌজদারী কার্যবিধির-১৯৯৮ এর গুরুত্বপুর্ণ ধারা সমুহ:

0

 Criminal Procedure Code-1898

আইনের নাম : The Code of Criminal Procedure 1898
মোট ধারা : ৫৬৫ টি 
তফসিল : ৫ টি    
আইন নং : ১৮৯৮ সালের ৫ নং আইন 
প্রকাশিত হয় : ২২ মার্চ ১৮৯৮ সালে 
কার্যকর হয় : ১লা জুলাই ১৮৯৮ থেকে 
আইনের ধরণ : পদ্ধতি সম্পর্কিত আইন


ফৌজদারী কার্যবিধির ধারাসমূহের বিবরণ :

ধারা ৪: সংজ্ঞাসমূহ 
ধারা ৪(১)(ক):অ্যাডভোকেট 
ধারা ৪(১)(কক):এটর্নী জেনারেল 
ধারা ৪(১)(খ):জামিনযোগ্য অপরাধ 
ধারা ৪(১)(গ):অভিযোগ 
ধারা ৪(১)(চ):আমলযোগ্য অপরাধ 
ধারা ৪(১)(জ):নালিশ 

ধারা ৪(১)(ঞ):হাইকোর্ট বিভাগ
ধারা ৪(১)(ট):অনুসন্ধান (Inquiry)
ধারা ৪(১)(ঠ):তদন্ত (Investigation)
ধারা ৪(১)(ড):বিচারিক কার্যক্রম 
ধারা ৪(১)(ঢ):আমলের অযোগ্য অপরাধ 
ধারা ৪(১)(ণ):অপরাধ 
ধারা ৪(১)(ত):থানার ভারপ্রাপ্ত অফিসার 
ধারা ৪(১)(ধ):থানা 
ধারা ৪(১)(ন):পাবলিক প্রসিকিউটর

ধারা ৫:দন্ডবিধির অধীনে অপরাধের বিচার এই বিধি মোতাবেক 

ধারা ৬:ফৌজদারী আদালতের শ্রেণীবিভাগ

ধারা ৭:দায়রা বিভাগ 
ধারা ৯:দায়রা আদালত 
ধারা ১০:নির্বাহী ম্যাজিস্ট্রেট
ধারা ১১:জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 
ধারা ১২:বিশেষ ম্যাজিস্ট্রেট 

ধারা ১৫:ম্যাজিস্ট্রেটসমুহের বেঞ্চ

ধারা ১৬:বেঞ্চ এর জন্য বিধি প্রণয়ন করবেন CJM

ধারা ১৭:নির্বাহী, জুডিশিয়াল ও মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের অধীনতা

ধারা ১৮:মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিয়োগ

ধারা ২১:চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের ক্ষমতা

ধারা ২২:মফসসলের জন্য জাস্টিসেস অফ দা পিস

ধারা ২৫:পদাধিকার বলে জাস্টিসেস দা পিস


ধারা ২৮:দণ্ডবিধির অধীন অপরাধ
ধারা ২৯:অন্যান্য আইনের অধীন অপরাধ

ধারা ২৯বি:কিশোরদের ক্ষেত্রে এখতিয়ার
ধারা ২৯সি:মৃত্যুদন্ডে দন্ডনীয় নয় এরূপ অপরাধের বিচার করবেন CJM, CMM, ACJM
ধারা ৩১:হাইকোর্ট বিভাগ ও দায়রা আদালত যে দণ্ড দিতে পারে 
ধারা ৩২:ম্যাজিস্ট্রেটগণ যে দণ্ড দিতে পারে
ধারা ৩৩ক:কতিপয় ব্যাক্তিগনের উচ্চতর ক্ষমতা

ধারা ৩৫ক:জেল হাজতের সময় কারাদন্ডের মেয়াদ থেকে বাদ যাবে

ধারা ৪৬:গ্রেফতারের পদ্ধতি
ধারা ৫১:গ্রেফতারকৃত ব্যক্তির দেহ তল্লাশি
ধারা ৫২:মহিলার দেহ তল্লাশি

ধারা ৫৪:যখন পুলিশ বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে

ধারা ৫৯:বেসরকারি ব্যক্তি কর্তৃক গ্রেফতার
ধারা ৬০:উক্তরূপ গ্রেফতারকৃত ব্যক্তিকে ম্যাজিস্ট্রেট বা থানায় উপস্থাপন
ধারা ৬১:গ্রেফতারকৃত ব্যক্তিকে ২৪ ঘন্টার বেশি আটক রাখা যাবে না
ধারা ৬৪:ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অপরাধ সংঘটন 

ধারা ৮৭:পলাতক ব্যক্তির হুলিয়া
ধারা ৮৮:পলাতক ব্যক্তির সম্পত্তি ক্রোক

ধারা ৯৬:তল্লাশি পরোয়ানা জারী 
ধারা ৯৮:চোরাই মাল বা জাল দলিল উদ্ধারের জন্য বাড়ী তল্লাশি।
ধারা ১০০:বে-আইনিভাবে আটক ব্যক্তি উদ্ধারের জন্য তল্লাশি
ধারা ১০৩:সাক্ষীর উপস্থিতিতে তল্লাশি করতে হবে

ধারা ১০৬:দণ্ডিত হইবার পর শান্তিরক্ষার জন্য মুচলেকা
ধারা ১০৭:শান্তিরক্ষা ও সদাচরণের জন্য মুচলেকা
ধারা ১০৮:রাষ্ট্রদ্রোহী বিষয়ে প্ররোচনাকারী সদাচরণের মুচলেকা
ধারা ১০৯:ভবঘুরে ও সন্দেহজনক ব্যক্তিদের সঙ্গত আচরণের জন্য মুচলেকা
ধারা ১১০:অভ্যাসগত অপরাধীদের নিকট হইতে সদাচরণের জন্য মুচলেকা
ধারা ১১৪:আদালতে অনুপস্থিত ব্যক্তির ক্ষেত্রে সমন বা ওয়ারেন্ট


ধারা ১৪৪:জমি ইত্যাদি ছাড়া অন্যান্য ক্ষেত্রে বিরোধ নিষ্পত্তির জন্য অস্থায়ী আদেশ
ধারা ১৪৫:জমি ইত্যাদি ক্ষেত্রে/স্থাবর সম্পত্তি সংক্রান্ত বিরোধের নিষ্পত্তি
ধারা ১৪৬:বিরোধীয় সম্পত্তি ক্রোক করার ক্ষমতা
ধারা ১৪৭:স্থাবর সম্পত্তি ব্যবহার সংক্রান্ত বিরোধের নিষ্পত্তি
ধারা ১৪৮:স্থানীয় অনুসন্ধান

ধারা ১৫৪:আমলযোগ্য মামলার সংবাদ/এজাহার/FIR/GR Case/Cognigeable Offence
ধারা ১৫৫:আমলের অযোগ্য মামলার সংবাদ বা তদন্ত/Non FIR Case/Non GR Case/Non Cognigeable Offence
ধারা ১৫৬:আমলযোগ্য মামলার তদন্ত
ধারা ১৫৭:আমলযোগ্য অপরাধ সম্পর্কে সন্দেহ হইলে
ধারা ১৫৮:১৫৭ ধারা রিপোর্ট দাখিলের পদ্ধতি
ধারা ১৫৯:ম্যাজিস্ট্রেট কর্তৃক অনুসন্ধানের ক্ষমতা


ধারা ১৬০:পুলিশ অফিসার কর্তৃক থানায় সাক্ষী তলব

ধারা ১৬১:পুলিশ কর্তৃক জবানবন্দী লিপিবদ্ধকরণ
ধারা ১৬২:পুলিশের নিকট প্রদত্ত জবানবন্দীতে সাক্ষীর স্বাক্ষর অপ্রয়োজনীয়
ধারা ১৬৩:জবানবন্দী প্রদানের জন্য হুমকি, প্রলোভনের প্রস্তাব দেয়া যাবে না
ধারা ১৬৪:ম্যাজিস্ট্রেট কর্তৃক জবানবন্দী লিপিবদ্ধকরণ


ধারা ১৬৫:পুলিশ অফিসার কর্তৃক তল্লাশি
ধারা ১৬৬:তল্লাশি পরোয়ানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বরাবরে ইস্যু
ধারা ১৬৭:পুলিশ রিমান্ড
ধারা ১৬৮:অধস্তন পুলিশ অফিসার কর্তৃক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট তদন্তের রিপোর্ট প্রদান


ধারা ১৬৯:অপর্যাপ্ত সাক্ষ্যের জন্য আসামীর মুক্তি প্রদান
ধারা ১৭০:সাক্ষ্য পর্যাপ্ত হইলে মামলা ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ
ধারা ১৭১:অভিযোগকারী বা সাক্ষীকে পুলিশের সাথে যেতে বলা যাবে না


ধারা ১৭২:তদন্ত বা ডায়েরি 
ধারা ১৭৩:পুলিশ রিপোর্ট
ধারা ১৭৪(১):পুলিশ অফিসার কর্তৃক সুরতহাল রিপোর্ট (মৃত্যু/আত্মহত্যা)
ধারা ১৭৪(৩):ময়না তদন্তের জন্য প্রেরণ
ধারা ১৭৫:১৭৪ ধারার সাক্ষী তলব
ধারা ১৭৬(১):পুলিশ হেফাজতে মারা গেলে ম্যাজিস্ট্রেট কর্তৃক সুরতহাল রিপোর্ট
ধারা ১৭৬(২):ম্যাজিস্ট্রেট কর্তৃক কবর হতে লাশ উত্তোলন
ধারা ১৯০:ম্যাজিস্ট্রেট কর্তৃক অপরাধ আমলে গ্রহণ
ধারা ১৯৩:দায়রা আদালত কর্তৃক অপরাধ আমলে গ্রহণ
ধারা ১৯৫:আদালতের অনুমতি সাপেক্ষে কতিপয় মামলা গ্রহণ

ধারা ২০০:ম্যাজিস্ট্রেট কর্তৃক ফরিয়াদী ও সাক্ষীকে পরীক্ষা/ফরিয়াদীর জবানবন্দী গ্রহণ
ধারা ২০১:নালিশ ফেরৎ বা উপযুক্ত আদালতে যাওয়ার নির্দেশ
ধারা ২০২:পরোয়ানা বা ওয়ারেন্ট ইস্যু স্থগিত রাখার নির্দেশ
ধারা ২০৩:নালিশ খারিজকরণ
ধারা ২০৪:পরোয়ানা/ওয়ারেন্ট প্রেরণ/প্রদানের নির্দেশ
ধারা ২০৫:ব্যক্তিগত হাজিরা হতে রেহাই
ধারা ২০৫গ:বিচারের জন্য দায়রা আদালতে মামলা প্রেরণ
ধারা ২০৫গগ:বিচারের জন্য সিএমএম/সিজেএম আদালতে মামলা প্রেরণ

ধারা ২২১:অভিযোগে অপরাধের বিবরণ থাকবে
ধারা ২২২:অভিযোগে সময়, স্থান ও ব্যক্তি সম্পর্কে বিবরণ থাকবে
ধারা ২২৩:অভিযোগে অপরাধ সংঘটনের পদ্ধতি সম্পর্কে বিবরণ থাকবে
ধারা ২২৪:যে আইনের অধীনে অপরাধ দণ্ডনীয় তাহার বর্ণনা
ধারা ২২৭:রায় প্রকাশের পূর্বে যে কোনো সময় অভিযোগ পরিবর্তন
ধারা ২৩১:অভযোগ পরিবর্তিত হলে সাক্ষীকে পুনরায় তলব করা যাবে
ধারা ২৩৩:পৃথক অপরাধের জন্য পৃথক অভিযোগ হবে
ধারা ২৩৪:একই ধরণের তিনটি অপরাধ ১ বছরের মধ্যে সঘটিত হলে
ধারা ২৩৫:একাধিক অপরাধের বিচার
ধারা ২৩৬:কি অপরাধ সংঘটিত হয়েছে সেই সম্পর্কে অনিশ্চিত হলে
ধারা ২৩৭:এক অপরাধে অভিযুক্ত ব্যক্তিকে অন্য অপরাধে দণ্ডিত করা যাবে
ধারা ২৩৯:যে ব্যক্তিদের একত্রে অভিযুক্ত করা যাবে
ধারা ২৪০:একাধিক অপরাধের একটিতে দণ্ডিত হলে অবশিষ্টগুলি প্রত্যাহার

ধারা ২৪১ক:প্রাথমিক শুনানির পর আসামীকে অব্যাহতি
ধারা ২৪২:চার্জ বা অভিযোগ গঠন
ধারা ২৪৩:চার্জ বা অভিযোগ স্বীকারের ভিত্তিতে দণ্ড
ধারা ২৪৪:অভিযোগ স্বীকার করলে সাক্ষ্য গ্রহণ
ধারা ২৪৫:সাক্ষ্য গ্রহণ শেষে আইন অনুসারে দণ্ড বা খালাস
ধারা ২৪৭:ফরিয়াদি উপস্থিত না হলে আসামিকে খালাস দিতে পারেন
ধারা ২৪৮:নালিশ প্রত্যাহার বা খালাসের আদেশ
ধারা ২৪৯:নালিশী মামলায় ফরিয়াদী না থাকলে কার্যক্রম বন্ধ করতে পারেন এবং আসামীকে খালাস দিতে পারেন 
ধারা ২৫০:মিথ্যা মামলায় সংবাদদাতাকে কারণ দর্শানোর নির্দেশ দিতে এবং বিনাশ্রম কারাদণ্ড দিতে পারেন 

ধারা ২৬৫ক:পাবলিক প্রসিকিউটর মামলা পরিচালনা করবেন 
ধারা ২৬৫গ:প্রাথমিক শুনানীর পর আসামীকে অব্যাহতি
ধারা ২৬৫ঘ:চার্জ বা অভিযোগ গঠন
ধারা ২৬৫ঙ:আসামী চার্জ বা অভিযোগ স্বীকারের ভিত্তিতে দণ্ড
ধারা ২৬৫ছ:বাদীপক্ষের সাক্ষ্য গ্রহণ
ধারা ২৬৫জ:খালাস
ধারা ২৬৫ঝ:আসামীপক্ষের সাক্ষ্য গ্রহণ
ধারা ২৬৫ঞ:যুক্তিতর্ক
ধারা ২৬৫ট:দণ্ড বা খালাস
ধারা ৩৩৭:দুষ্কর্মের  সহযোগিকে ক্ষমা প্রদর্শন
ধারা ৩৩৯খ:আসামীর অনুপস্থিতিতে বিচার
ধারা ৩৪০:আসামীর আত্নপক্ষ সমর্থন ও সাক্ষী হইবার যোগ্যতা
ধারা ৩৪২:আসামীর জবানবন্দী গ্রহণ
ধারা ৩৫৩:আসামীর উপস্থিতিতে সাক্ষ্য গ্রহণ করতে হবে
ধারা ৩৫৪:ম্যাজিস্ট্রেট ও দায়রা জজের সাক্ষ্য লিপিবদ্ধ করবার পদ্ধতি
ধারা ৩৫৭:সাক্ষীর সাক্ষ্য মাতৃভাষায় লিপিবদ্ধ হবে
ধারা ৩৬০:সাক্ষীর সাক্ষ্য সমাপ্ত হলে আসামী বা তার কৌসুলীর উপস্থিতিতে পড়ে শুনাতে হবে
ধারা ৩৬১:আসামী বা তার কৌসুলীর নিকট সাক্ষ্যের ব্যাখ্যা বুঝাতে হবে
ধারা ৩৬৩:সাক্ষীর জবানবন্দীর সময় গুরুত্বপূর্ণ মনে তার আচরণ লিপিবদ্ধ করতে হবে
ধারা ৩৬৪:আসামীর জবানবন্দী লিপিবদ্ধ করার পদ্ধতি
ধারা ৩৭৪:দায়রা আদালতের মৃত্যুদণ্ডাদেশ হাইকোর্টে পেশ
ধারা ৩৭৬:হাইকোর্ট কর্তৃক মৃত্যুদণ্ডাদেশ অনুমোদন
ধারা ৩৮২:গর্ভবতী স্ত্রীলোকের মৃত্যুদণ্ড স্থগিত
ধারা ৩৯৯:তরুণ অপরাধীকে সংশোধনাগারে আটক রাখা
ধারা ৪০১:সরকার কর্তৃক দণ্ড স্থগিত বা মওকুফ
ধারা ৪০২:সরকার কর্তৃক দণ্ড পরিবর্তন
ধারা ৪০২ক:রাষ্ট্রপতি কর্তৃক মৃত্যুদণ্ড মওকুফ

ধারা ৪০৩:একবার খালাস বা দণ্ডিত করলে পুনরায় বিচার করা যাবে না
ধারা ৪০৪:বিধান না থাকলে আপীল চলবে না
ধারা ৪০৭:দ্বিতীয় বা তৃতীয় ম্যাজিস্ট্রেট প্রদত্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপীল
ধারা ৪০৮:যুগ্ম দায়রা ও প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের দণ্ডাজ্ঞার বিরুদ্ধে দায়রা আদালতে আপীল
ধারা ৪০৯:দায়রা আদালতে আপীল শুনানী
ধারা ৪১০:দায়রা আদালত প্রদত্ত দণ্ডাদেশের বিরুদ্ধে হাইকোর্টে আপীল

ধারা ৫২৮:দায়রা জজ তার অধীন আদালত থেকে মামলা প্রত্যাহার করতে পারে

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)

buttons=(Accept !) days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top