ধূমপান ও তামাক
দ্রব্য
ব্যবহার (নিয়ন্ত্রন) আইন
২০০৫
এর
ধারা
৭
এর
বিধান
সাপেক্ষ, কোন
ব্যাক্তি কোন
পাবলিক
প্লেস
এবং
পাবলিক
পরিবহনে ধূমপান
করতে
পারবে
না।
কোন ব্যাক্তি উক্ত
বিধান
লংঘন
করলে
তিনি
অনধিক
৩০০টাকা অর্থধন্ডে দন্ডনীয় হবেন
এবং
ঐ
ব্যাক্তি দ্বিতীয়বার বা
পুনঃপুনঃ একই
ধরনের
অপরাধ
সংগঠন
করলে
তিনি
পর্যায়ক্রমিকভাবে ঐ
দন্ডের
দ্বিগুন হারে
দন্ডনীয় হবেন।
লেখক: Maruf Hossen Jewel
নোট: ভাল লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না
আমার সাইটঃ MHJ & Associates
নোট: আমাদের ফেসবুক Lawyer's Club Rajshahi পেজ এ লাইক দিয়ে সাথে থাকুন।