১। জমি-জমা সংক্রান্তঃ
১ চেন = ২২ গজ = ৪৪ হাত = ৬৬ ফুট = ১০০ লিঙ্ক বা কড়ি ,
১ কড়া = ২১৭.৮ বর্গফুট
৪ কড়া = ১ গন্ডা = ৮৭১.২বর্গফুট ,
২০ গন্ডা = ১ ছটাক = ১ কানি বা আনা = ১৭২৮০
বর্গফুট = ৪০ একর ,
১ কাঠা = ৭২০ বর্গফুট = ৮০ বর্গগজ
১ শতাংশ = ৪০.৪৭ বর্গমিটার
১ বিঘা = ২০ কাঠা = ৩৩ শতাংশ = ১৪৪০০ বর্গফুট
১ একর = ৪৮৪০ বর্গগজ = ১০০ শতাংশ = ৪৩২০০
১ বর্গফুট = ৬০.৫ কাঠা
২। ইঞ্চি/ গজ/ ফুট সংক্রান্তঃ
১ ফুট = ১২ ইঞ্চি
১ হাত = ১৮ ইঞ্চি
১ মাইল = ১৭৬০ গজ
১ গজ = ৩৬ ইঞ্চি= ৩ ফুট= ২ হাত
১ চেইন = ২২ গজ= ৬৬ ফুট
৩। গ্রাম/ কেজি/ কুইন্টাল/ সের/ ছটাক,
১ কেজি = ১০০০ গ্রাম
১ কুইন্টাল = ১০০ কেজি
১ মেট্রিকটন = ১০ কুইন্টাল= ১০০০ কেজি
১ মণ = ৪০ সের
১ সের = ১৬ ছটাক,
৪। মিটার /সেন্টিমিটার/ কিলোমিটার/ মিলিগ্রাম/ সিসি
১ লিটার = ১০০০ সিসি
১ মিটার = ১০০ সেন্টিমিটার
১ কিলোমিটার = ১০০০ মিটার
১ গ্রাম = ১০০০ মিলিগ্রাম