বিভিন্ন প্রকার পরিমাপের একক সমুহঃ

0
বিভিন্ন প্রকার পরিমাপের একক
       
বিভিন্ন প্রকার পরিমাপের একক

১। জমি-জমা সংক্রান্তঃ
            ১ চেন = ২২ গজ = ৪৪ হাত = ৬৬ ফুট = ১০০ লিঙ্ক বা কড়ি ,
            ১ কড়া = ২১৭.৮ বর্গফুট
            ৪ কড়া = ১ গন্ডা = ৮৭১.২বর্গফুট ,
            ২০ গন্ডা = ১ ছটাক = ১ কানি বা আনা = ১৭২৮০
            বর্গফুট = ৪০ একর ,
            ১ কাঠা = ৭২০ বর্গফুট = ৮০ বর্গগজ
            ১ শতাংশ = ৪০.৪৭ বর্গমিটার
            ১ বিঘা = ২০ কাঠা = ৩৩ শতাংশ = ১৪৪০০ বর্গফুট
            ১ একর = ৪৮৪০ বর্গগজ = ১০০ শতাংশ = ৪৩২০০
            ১ বর্গফুট = ৬০.৫ কাঠা
            
২। ইঞ্চি/ গজ/ ফুট সংক্রান্তঃ
            ১ ফুট = ১২ ইঞ্চি
            ১ হাত = ১৮ ইঞ্চি
            ১ মাইল = ১৭৬০ গজ
            ১ গজ = ৩৬ ইঞ্চি= ৩ ফুট= ২ হাত
            ১ চেইন = ২২ গজ= ৬৬ ফুট
 ৩। গ্রাম/  কেজি/ কুইন্টাল/ সের/ ছটাক,
            ১ কেজি = ১০০০ গ্রাম
            ১ কুইন্টাল = ১০০ কেজি
            ১ মেট্রিকটন = ১০ কুইন্টাল= ১০০০ কেজি
            ১ মণ = ৪০ সের
            ১ সের = ১৬ ছটাক,
 ৪। মিটার /সেন্টিমিটার/ কিলোমিটার/ মিলিগ্রাম/ সিসি
            ১ লিটার = ১০০০ সিসি
            ১ মিটার = ১০০ সেন্টিমিটার
            ১ কিলোমিটার = ১০০০ মিটার
            ১ গ্রাম = ১০০০ মিলিগ্রাম
           


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)

buttons=(Accept !) days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top