ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ এর দ্বিতীয় তফসিল অনুযায়ী দন্ডবিধিতে উল্লেখিত অপরাধসমূহের মধ্যে যেসব অপরাধ জামিনযোগ্য তা নিম্নে উল্লেখিত হলঃ-
দন্ডবিধির-১৮৬০ এর ২৯৯ ও ৩০০ ধারার মধ্যে পার্থক্য
ক্রমিক নং | ধারার বর্ননা | দন্ডবিধির সংশ্লিষ্ট ধারা |
১। | মৃত্যুদন্ডে বা যাবজ্জীবন কারাদন্ডে দন্ডনীয় অপরাধ সংঘটনের চক্রান্ত গোপন করা, যদি অপরাধ সংঘটিত না হয় | ১১৮(২য় ভাগ) |
২। | অপরাধ সংঘটন নিরোধ করিবার কর্তব্যে আবদ্ধ সরকারি কর্মচারী কর্তৃক চক্রান্ত গোপন করা, যদি অপরাধ সংঘটিত না হয় | ১১৯(৩য় ভাগ) |
৩। | কারাদন্ডে দন্ডনীয় অপরাধ সংঘটনের চক্রান্ত গোপন করা, যদি অপরাধ সংঘটিত না হয় | ১২০(২য় ভাগ) |
৪। | মৃত্যু, যাবজ্জীবন কারাদন্ডে দন্ডনীয় বা দুই বছরের অধিক কারাদন্ডে দন্ডনীয় ব্যতীত অন্যান্য অপরাধে ষড়যন্ত্রের শাস্তি | ১২০বি (২য় ভাগ) |
৫। | সরকারি কর্মচারীর অবহেলার ফলে রাষ্ট্রীয় বন্দী বা যুদ্ধবন্দীর পলায়ন | ১২৯ |
৬। | সৈনিক, নাবিক বা বৈমানিকের বাহিনী ত্যাগে প্ররোচনা | ১৩৫ |
৭। | বাহিনী ত্যাগকারীকে আশ্রয়দান বা রক্ষা করা | ১৩৬ |
৮। | সওদাগরী জাহাজের অধ্যক্ষের ফলে সওদাগরী জাহাজের বাহিনীর আত্মগোপন | ১৩৭ |
৯। | সৈনিক, নাবিক বা বৈমানিকের অবাধ্যতামূলক কাজে প্ররোচনা | ১৩৮ |
১০। | সৈনিক, নাবিক বা বৈমানিকের পোশাক পরিধান কিংবা প্রতীক বহন | ১৪০ |
১১। | বেআইনী সমাবেশের সদস্য হওয়া | ১৪৩ |
১২। | মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে বেআইনী সমাবেশের সদস্য হওয়া | ১৪৪ |
১৩। | বেআইনি সমাবেশকে ছত্রভঙ্গ হবার আদেশ দেয়া সত্ত্বেও শরিক হওয়া | ১৪৫ |
১৪। | দাঙ্গা | ১৪৭ |
১৫। | মারাত্মক অস্ত্রসহ দাঙ্গা | ১৪৮ |
১৬। | পাচ বা ততোধিক ব্যক্তির সমাবেশকে ছত্রভঙ্গ হবার আদেশ দেয়া সত্ত্বেও তাতে শরিক হওয়া | ১৫১ |
১৭। | দাঙ্গা ইত্যাদি দমনকালে সরকারী কর্মচারীকে আক্রমন বা বাধাদান | ১৫২ |
১৮। | দাঙ্গা বাধানোর উদ্দেশ্যে ইচ্ছাপূর্বক উস্কানি দান করা | ১৫৩ |
১৯। | বিভিন্ন শ্রেণির মধ্যে শত্রুতা সৃষ্টি | ১৫৩ক |
২০। | ছাত্র, প্রভৃতিকে রাজনৈতিক কার্যকলাপে অংশগ্রহণের প্ররোচনা দান | ১৫৩খ |
২১। | যে জমির উপর বেআইনি সমাবেশ অনুষ্ঠিত হয় উহার মালিক বা দখলদার কর্তৃক দাঙ্গার তথ্য না প্রদান না করা | ১৫৪ |
২২। | যে ব্যক্তির স্বার্থে দাঙ্গা সংঘটিত হয় তার দায়দায়িত্ব | ১৫৫ |
২৩। | যে মালিক বা দখলকারের স্বার্থে দাঙ্গা সংঘটিত হয় তার প্রতিনিধির দায়িত্ব | ১৫৬ |
২৪। | বেআইনী সমাবেশের জন্য ভাড়া করা ব্যক্তিদের আশ্রয়দান | ১৫৭ |
২৫। | বেআইনী সমাবেশের বা দাঙ্গা-হাঙ্গামার জন্য ভাড়াটিয়া হয়ে অংশগ্রহণ | ১৫৮ |
২৬। | প্রকাশ্যে কলহ বা মারামারি করা | ১৬০ |
২৭। | সরকারি কর্মচারী কর্তৃক সরকারি কার্য সম্পর্কে অবৈধভাবে পারিতোষিক গ্রহণ করা | ১৬১ |
২৮। | বেআইনী উপায়ে সরকারি কর্মচারীকে প্রভাবিত করার জন্য পারিতোষিক গ্রহণ করা | ১৬২ |
২৯। | সরকারি কর্মচারীর উপর ব্যক্তিগত প্রভাব বিস্তারের জন্য পারিতোষিক গ্রহণ | ১৬৩ |
৩০। | ১৬২ বা ১৬৩ ধারায় বর্ণিত অপরাধসমূহের সহায়তার শাস্তি | ১৬৪ |
৩১। | সরকারি কর্মচারী কর্তৃক তার কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট ব্যক্তির নিকট হতে দামি বস্তু লাভ | ১৬৫ |
৩২। | ১৬১ ও ১৬৫ ধারায় বর্ণিত অপরাধসমূহের সহায়তার শাস্তি | ১৬৫ক |
৩৩। | সরকারি কর্মচারি কর্তৃক কোন ব্যক্তির ক্ষতিসাধনের উদ্দেশ্যে আইন অমান্য করা | ১৬৬ |
৩৪। | সরকারি কর্মচারি কর্তৃক কোন ব্যক্তির ক্ষতিসাধনের উদ্দেশ্যে ভ্রান্ত দলিল প্রণয়ন করা | ১৬৭ |
৩৫। | সরকারি কর্মচারি কর্তৃক বেআইনীভাবে ব্যবসায় লিপ্ত হওয়া | ১৬৮ |
৩৬। | সরকারি কর্মচারি কর্তৃক বেআইনীভাবে সম্পত্তি ক্রয় বা ক্রয়ের উদ্দেশ্যে দরকষাকষি | ১৬৯ |
৩৭। | সরকারি কর্মচারি বলিয়া মিথ্যা পরিচয় দান | ১৭০ |
৩৮। | প্রতারণামূলক উদ্দেশ্যে সরকারী কর্মচারীর পোশাক পরিধান কিংবা ব্যবহার্য প্রতীক ধারণ | ১৭১ |
৩৯। | ঘুষ গ্রহণ | ১৭১ঙ |
৪০। | নির্বাচনে অন্যায় প্রভাব বিস্তার বা মিথ্যা পরিচয়দান | ১৭১ চ |
৪১। | নির্বাচন সংক্রান্ত বিষয়ে মিথ্যা বিবৃতি প্রদান | ১৭১ছ |
৪২। | নির্বাচন সম্পর্কে বেআইনী অর্থপ্রদান | ১৭১জ |
৪৩। | নির্বাচনী হিসাব রাখতে অন্যথাকরণ | ১৭১ঝ |
৪৪। | সমনজারি বা অন্য কোন কার্যক্রম এড়ানোর উদ্দেশ্যে ফেরার হওয়া | ১৭২ |
৪৫। | সমনজারি বা অন্য কোন কার্যক্রম বন্ধ করা কিংবা উহার প্রকাশনা বন্ধকরা | ১৭৩ |
৪৬। | সরকারি কর্মচারীর আদেশানুসারে হাজির না হওয়া | ১৭৪ |
৪৭। | সরকারি কর্মচারী সমীপে দলিল পেশ করতে আইনতঃ বাধ্য হইয়া সত্ত্বেও না করা | ১৭৫ |
৪৮। | সরকারি কর্মচারীর নিকট নোটিশ বা সংবাদ দিতে আইনতঃ বাধ্য ব্যক্তি কর্তৃক তাহা না করা | ১৭৬ |
৪৯। | মিথ্যা সংবাদ পরিবেশন | ১৭৭ |
৫০। | সরকারি কর্মচারী কর্তৃক নির্দেশিত হওয়া সত্ত্বেও শপথ করতে অস্বীকার করা | ১৭৮ |
৫১। | যথাযথ ক্ষমতাপ্রাপ্ত সরকারি কর্মচারীর প্রশ্নের জবাব দিতে অস্বীকার করা | ১৭৯ |
৫২। | সরকারি কর্মচারীর নিকট প্রদত্ত বিবৃতি স্বাক্ষর করতে অস্বীকার করা | ১৮০ |
৫৩। | শপথ গ্রহণান্তে মিথ্যা বিবৃতি প্রদান | ১৮১ |
৫৪। | সরকারি কর্মচারীকে মিথ্যা সংবাদ দান | ১৮২ |
৫৫। | সরকারি কর্মচারীর আইনসম্মত ক্ষমতাবলে সম্পত্তি দখলে বাধা দান | ১৮৩ |
৫৬। | সরকারি কর্মচারীর ক্ষমতাবলে সম্পত্তি বিক্রয়ে বাধা দান | ১৮৪ |
৫৭। | সরকারি কর্মচারীর ক্ষমতাবলে সম্পত্তি বেআইনিভাবে ক্রয় বা ক্রয়ের জন্য দর করা | ১৮৫ |
৫৮। | সরকারি কর্মচারীর সরকারি কার্য সম্পাদনে বাধা দান | ১৮৬ |
৫৯। | সরকারি কর্মচারীদের সাহায্য না করা | ১৮৭ |
৬০। | সরকারি কর্মচারী কর্তৃক জারীকৃত আদেশ অমান্য করা | ১৮৮ |
৬১। | সরকারি কর্মচারীর প্রতি ক্ষতিসাধনের হুমকি | ১৮৯ |
৬২। | সরকারি কর্মচারীর নিকট আশ্রয়ের আবেদন হতে বিরত রাখতে বাধ্য করার উদ্দেশ্যে হুমকি প্রদর্শন | ১৯০ |
৬৩। | মিথ্যা সাক্ষ্যদান | ১৯৩ |
৬৪। | মিথ্যা সার্টিফিকেট দেওয়া বা ব্যবহার | ১৯৭ |
৬৫। | মিথ্যা সার্টিফিকেট সত্য বলে ব্যবহার করা | ১৯৮ |
৬৬। | আইনগত ঘোষণায় মিথ্যা বিবৃতি দান | ১৯৯ |
৬৭। | আইনগত ঘোষণায় মিথ্যা বলে জানা সত্ত্বেও সত্য হিসাবে ব্যবহার করা | ২০০ |
৬৮। | অপরাধের সাক্ষ্য প্রমানের বিলোপ কিংবা মিথ্যা সাক্ষ্য প্রদান | ২০১ |
৬৯। | ইছাকৃতভাবে সংবাদ না দেওয়া | ২০২ |
৭০। | অপরাধ সংঘটন সম্পর্কে মিথ্যা সংবাদ দেওয়া | ২০৩ |
৭১। | অসৎ উদ্দেশ্যে দলিলের বিনাশ সাধন | ২০৪ |
৭২। | মামলার উদ্দেশ্যে মিথ্যা পরিচয় দেয়া | ২০৫ |
৭৩। | সম্পত্তি আটক রোধ করার জন্য প্রতারণামূলকভাবে উহা অপসারন | ২০৬ |
৭৪। | সম্পত্তি আটক রোধ করার জন্য প্রতারনামূলকভাবে স্বত্ব দাবী | ২০৭ |
৭৫। | অর্থ পরিশোধ না করার উদ্দেশ্যে প্রতারনামূলকভাবে নিজের বিরুদ্ধে ডিক্রি করানো | ২০৮ |
৭৬। | অসাধুভাবে আদালতে মিথ্যা দাবী উত্থাপন | ২০৯ |
৭৭। | অর্থ পরিশোধ না করার উদ্দেশ্যে প্রতারনামূলকভাবে ডিক্রি লাভ | ২১০ |
৭৮। | অপরাধ সংক্রান্ত মিথ্যা অভিযোগ উত্থাপন | ২১১ |
৭৯। | অপরাধীকে আশ্রয় দান | ২১২ |
৮০। | কোন ব্যাক্তিকে শাস্তি হতে বাঁচানোর জন্য উপহার গ্রহণ | ২১৩ |
৮১। | অপরাধীকে বাচানোর বিনিময়ে পুরষ্কারের প্রস্তাব | ২১৪ |
৮২। | অপহৃত সম্পত্তি উদ্ধারে সাহায্য করার জন্য উপহার গ্রহণ | ২১৫ |
৮৩। | আসামীকে আশ্রয়দান | ২১৬ |
৮৪। | দস্যু বা ডাকাতকে আশ্রয়দান | ২১৬ক |
৮৫। | কোন ব্যক্তিকে শাস্তি হতে বাঁচানোর বা সম্পত্তি বাজেয়াপ্ত হতে রক্ষা করার উদ্দেশ্যে সরকারি কর্মচারী কর্তৃক আইনের নির্দেশ লংঘন | ২১৭ |
৮৬। | কোন ব্যক্তিকে শাস্তি হতে বাঁচানোর বা সম্পত্তি বাজেয়াপ্ত হতে রক্ষা করার উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে সরকারি কর্মচারী কর্তৃক ভুল নথি লিপি প্রণয়ন | ২১৮ |
৮৭। | বিচারবিভাগীয় কার্যক্রমে দুর্নীতিমূলকভাবে রিপোর্ট প্রণয়ন | ২১৯ |
৮৮। | আইনবিরুদ্ধভাবে কাউকে বিচারে বা আটকে সোপর্দ করে বা আটক করে রাখা | ২২০ |
৮৯। | গ্রেফতার করিতে বাধ্য হইয়া সত্ত্বেও সরকারি কর্মচারী কর্তৃক ইচ্ছাকৃতভাবে গ্রেফতার না করা | ২২১ |
৯০। | সরকারি কর্মচারীর অবহেলার দরুন আটক হতে পলায়ন | ২২৩ |
৯১। | কোন ব্যাক্তি কর্তৃক তার আইনানুগ গ্রেফতারে প্রতিরোধ সৃষ্টি বা বাধাদান | ২২৪ |
৯২। | অপর ব্যক্তির আইনসংগত গ্রেফতারে প্রতিরোধ বা বিঘ্ন সৃষ্টি | ২২৫ |
৯৩। | সরকারি কর্মচারী কর্তৃক গ্রেফতার না করা কিংবা পলায়ন করতে দেয়া | ২২৫ক |
৯৪। | আইনসম্মত গ্রেফতার কার্যে প্রতিরোধ বা বাধাদান | ২২৫বি |
৯৫। | দন্ড হ্রাসের শর্ত লংঘন | ২২৭ |
৯৬। | বিচার বিভাগীয় কার্য পরিচালনাকারী সরকারি কর্মচারীর প্রতি অবমাননা | ২২৮ |
৯৭। | জুরির মিথ্যা পরিচয় দান | ২২৯ |
৯৮। | সরকারি স্ট্যাম্প জাল করা | ২৫৫ |
৯৯। | সরকারি স্ট্যাম্প জাল করিবার যন্ত্রপাতি রাখা | ২৫৬ |
১০০। | সরকারি স্ট্যাম্প জাল করিবার যন্ত্রপাতি প্রস্তুত বা বিক্রয় করা | ২৫৭ |
১০১। | জাল সরকারি স্ট্যাম্প বিক্রয় করা | ২৫৮ |
১০২। | জাল সরকারি স্ট্যাম্প রাখা | ২৫৯ |
১০৩। | জাল সরকারি স্ট্যাম্প ব্যবহার করা | ২৬০ |
১০৪। | সরকারি স্ট্যাম্প হতে লেখা মুছে ফেলা বা স্ট্যাম্প অপসারণ | ২৬১ |
১০৫। | পূর্বের ব্যবহৃত স্ট্যাম্প ব্যবহার | ২৬২ |
১০৬। | স্ট্যাম্প ব্যবহৃত হবার প্রমাণস্বরূপ চিহ্ন মুছে ফেলা | ২৬৩ |
১০৭। | ভুয়া স্ট্যাম্প | ২৬৩ক |
১০৮। | ওজনের জন্য মিথ্যা যন্ত্রের ব্যবহার | ২৬৪ |
১০৯। | মিথ্যা ওজন ব্যবহার | ২৬৫ |
১১০। | মিথ্যা ওজন রাখা | ২৬৬ |
১১১। | মিথ্যা ওজন তৈরী বা বিক্রয় | ২৬৭ |
১১২। | মারাত্মক রোগের সংক্রমণ ছড়াতে পারে এমন অবহেলামূলক কাজ | ২৬৯ |
১১৩। | মারাত্মক রোগের সংক্রমণ ছড়াতে পারে এমন বিদ্বেষপ্রসূত কাজ | ২৭০ |
১১৪। | কোয়ারেন্টাইন নিয়ম অমান্য করা | ২৭১ |
১১৫। | খাদ্যে বা পানিতে ভেজাল মিশ্রণ | ২৭২ |
১১৬। | অস্বাস্থ্যকর খাদ্য বা পানীয় বিক্রয় | ২৭৩ |
১১৭। | ঔষধে ভেজাল মিশ্রণ | ২৭৪ |
১১৮। | ভেজাল মিশ্রিত ঔষধ বিক্রয় | ২৭৫ |
১১৯। | কোন ঔষধকে ভিন্ন ঔষধ বলে বিক্রয় করা | ২৭৬ |
১২০। | জলাশয়ের পানি দূষিত করা | ২৭৭ |
১২১। | বায়ূমন্ডলের ক্ষতি সাধন | ২৭৮ |
১২২। | বেপরোয়া গাড়ি চালানো বা আরোহন | ২৭৯ |
১২৩। | বেপরোয়া নৌ চালনা | ২৮০ |
১২৪। | মিথ্যা বাতি, চিহ্ন বা বয়া প্রদর্শন | ২৮১ |
১২৫। | নৌযানে অতিরিক্ত ভারবিশিষ্ট লোক পার করা | ২৮২ |
১২৬। | সড়কে বা জলপথে বিপদ বা বাধা | ২৮৩ |
১২৭। | বিষাক্ত বস্তু নিয়ে অবহেলামূলক আচরণ | ২৮৪ |
১২৮। | আগুন বা দাহ্য বস্তু নিয়ে অবহেলামূলক আচরণ | ২৮৫ |
১২৯। | বিস্ফোরক বস্তু নিয়ে অবহেলামূলক আচরণ | ২৮৬ |
১৩০। | যন্ত্রপাতি নিয়ে অবহেলামূলক আচরণ | ২৮৭ |
১৩১। | দালান ভাংগার বা মেরামতের কাজে অবহেলামূলক আচরণ | ২৮৮ |
১৩২। | পশু সম্পর্কে অবহেলামূলক আচরণ | ২৮৯ |
১৩৩। | জনসাধারণের বিরক্তি উৎপাদনকারী বস্তু বা কাজের শাস্তি | ২৯০ |
১৩৪। | নিষাধাজ্ঞার পরে উৎপাত চালিয়ে যাওয়া | ২৯১ |
১৩৫। | অশ্লীল পুস্তকাদি বিক্রয় | ২৯২ |
১৩৬। | নাবালকের নিকট অশ্লীল পুস্তকাদি বিক্রয় | ২৯৩ |
১৩৭। | অশ্লীল গান ও কাজ | ২৯৪ |
১৩৮। | লটারী অফিস রাখা | ২৯৪ক |
১৩৯। | বাণিজ্য বিষয়ে পুরষ্কার প্রদানের প্রস্তাব | ২৯৪খ |
১৪০। | উপাসনার স্থান বিনষ্ট বা অপবিত্র করা | ২৯৫ |
১৪১। | ধর্মীয় সমাবেশে গোলযোগ সৃষ্টি | ২৯৬ |
১৪২। | সমাধিস্থান ইত্যাদিতে অনধিকার প্রবেশ | ২৯৭ |
১৪৩। | ধর্মীয় অনুভূতিতে আঘাত করার উদ্দেশ্যে শব্দ উচ্চারন করা | ২৯৮ |
১৪৪। | অবহেলার দ্বারা মৃত্যু সংঘটন | ৩০৪ক |
১৪৫। | বেপরোয়াভাবে যান চালানোর দ্বারা মৃত্যু ঘটানো | ৩০৪খ |
১৪৬। | অপরাধজনক নরহত্যা করার চেষ্টা | ৩০৮ |
১৪৭। | আত্মহত্যার চেষ্টা | ৩০৯ |
১৪৮। | গর্ভপাত ঘটানো | ৩১২ |
১৪৯। | অভিভাবক কর্তৃক বার বছরের কম শিশুকে ফেলে যাওয়া | ৩১৭ |
১৫০। | গোপনে মৃতদেহ অপসারন করে জন্ম গোপন করা | ৩১৮ |
১৫১। | ইচ্ছাকৃতভাবে আঘাত করা | ৩২৩ |
১৫২। | ইচ্ছাকৃতভাবে বিপজ্জনক অস্ত্র দ্বারা আঘাত করা | ৩২৪ |
১৫৩। | ইচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত করা | ৩২৫ |
১৫৪। | স্বীকারোক্তি আদায় কিংবা বেআইনী কাজে বাধ্য করার জন্য ইচ্ছাকৃতভাবে আঘাত করা | ৩৩০ |
১৫৫। | সরকারি কর্মচারীকে কর্তব্য হতে বিরত রাখার জন্য ইচ্ছাকৃতভাবে আঘাত করা | ৩৩২ |
১৫৬। | প্ররোচনার ফলে ইচ্ছাকৃতভাবে আঘাত করা | ৩৩৪ |
১৫৭। | প্ররোচনার ফলে ইচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত করা | ৩৩৫ |
১৫৮। | অন্যান্য ব্যক্তির জীবনের নিরাপত্তার পক্ষে বিপজ্জনক কাজ | ৩৩৬ |
১৫৯। | অন্যান্য ব্যক্তির জীবনের নিরাপত্তার পক্ষে বিপজ্জনক কাজের দ্বারা আঘাত | ৩৩৭ |
১৬০। | অন্যান্য ব্যক্তির জীবনের নিরাপত্তার পক্ষে বিপজ্জনক কাজের দ্বারা গুরুতর আঘাত | ৩৩৮ |
১৬১। | জনপথে বেপরোয়া গাড়ি চালিয়ে গুরুতর আঘাত | ৩৩৮ক |
১৬২। | অন্যায়ভাবে বাধাপ্রদান | ৩৪১ |
১৬৩। | অন্যায়ভাবে আটক | ৩৪২ |
১৬৪। | তিন বা ততোধিক দিনের জন্য অন্যায়ভাবে আটক | ৩৪৩ |
১৬৫। | দশ বা ততোধিক দিনের জন্য অন্যায়ভাবে আটক | ৩৪৪ |
১৬৬। | মুক্তির জন্য রীট জারির পরেও কোন ব্যক্তিকে অন্যায়ভাবে আটক | ৩৪৫ |
১৬৭। | গোপন স্থানে অন্যায়ভাবে আটক রাখা | ৩৪৬ |
১৬৮। | সম্পত্তি আদায় কিংবা বেআইনি কাজের জন্য অন্যায়ভাবে আটক রাখা | ৩৪৭ |
১৬৯। | স্বীকারোক্তি আদায় কিংবা সম্পত্তি প্রত্যর্পণ করতে বাধ্য করার জন্য অন্যায়ভাবে আটক রাখা | ৩৪৮ |
১৭০। | মারাত্মক প্ররোচনা ব্যতীত আক্রমন কিংবা অপরাধজনক বলপ্রয়োগ | ৩৫২ |
১৭১। | শ্লীলতাহানির জন্য নারীকে আক্রমন কিংবা অপরাধজনক বলপ্রয়োগ | ৩৫৪ |
১৭২। | কোন ব্যক্তিকে অপমান করার জন্য আক্রমন কিংবা অপরাধজনক বলপ্রয়োগ | ৩৫৫ |
১৭৩। | কোন ব্যক্তিকে অন্যায়ভাবে আটক করার জন্য আক্রমন কিংবা অপরাধজনক বলপ্রয়োগ | ৩৫৭ |
১৭৪। | মারাত্মক প্ররোচানার ফলে আক্রমন কিংবা অপরাধজনক বলপ্রয়োগ | ৩৫৮ |
১৭৫। | মনুষ্য অপহরণ | ৩৬৩ |
১৭৬। | কোন ব্যক্তিকে দাস হিসেবে ক্রয় বা হস্তান্তর করা | ৩৭০ |
১৭৭। | বেআইনি বাধ্যতাজনক শ্রম | ৩৭৪ |
১৭৮। | কোন ব্যক্তি কর্তৃক তার নিজের স্ত্রীকে ধর্ষণ | ৩৭৬ |
১৭৯। | জোরপূর্বক সম্পত্তি আদায়ের শাস্তি | ৩৮৪ |
১৮০। | দন্ডনীয় অপরাধে অভিযুক্ত করার ভীতি প্রদর্শনপূর্বক সম্পত্তি আদায় | ৩৮৮ |
১৮১। | দন্ডনীয় অপরাধে অভিযুক্ত করার ভীতি প্রদর্শন | ৩৮৯ |
১৮২। | প্রতারণা | ৪১৭ |
১৮৩। | ক্ষতি হবে জানা সত্ত্বেও প্রতারণা করা | ৪১৮ |
১৮৪। | মিথ্যা পরিচয় প্রদান করে প্রতারণা | ৪১৯ |
১৮৫। | প্রতারণা ও অসাধুভাবে সম্পত্তি অর্পণ করতে প্রবৃত্তাকরণ | ৪২০ |
১৮৬। | প্রতারণা ও অসাধুভাবে সম্পত্তি অপসারণ বা গোপনকরণ | ৪২১ |
১৮৭। | প্রতারণা ও অসাধুভাবে পাওনাদারদের অর্থ প্রাপ্তি নিরোধ করা | ৪২২ |
১৮৮। | ক্রয়মূল্য সম্পর্কিত মিথ্যা বিবরণ সম্বলিত প্রতারণা ও অসাধুভাবে হস্তান্ত দলিল সম্পাদন | ৪২৩ |
১৮৯। | প্রতারণা ও অসাধুভাবে সম্পত্তি সম্পত্তি অপসারণ ও গোপন করা | ৪২৪ |
১৯০। | অনিষ্ট সাধন | ৪২৬ |
১৯১। | অনিষ্ট করে পঞ্চাশ টাকা পর্যন্ত ক্ষতি সাধন | ৪২৭ |
১৯২। | দশ টাকা মূল্যের পশুকে হত্যা বা বিকলাংগ করে অনিষ্ট সাধন | ৪২৮ |
১৯৩। | যে কোন মূল্যের পশুকে হত্যা বা বিকলাংগ করে অনিষ্ট সাধন | ৪২৯ |
১৯৪। | সেচ কার্যের ক্ষতিসাধন করে বা অবৈধভাবে জলের গতি পরিবর্তন করে অনিষ্ট সাধন | ৪৩০ |
১৯৫। | সরকারি সড়ক, সেতু, নদী বা খালের ক্ষতিসাধন | ৪৩১ |
১৯৬। | সরকারি পয়ঃপ্রণালী প্লাবিত বা বিঘ্নিত করে অনিষ্টসাধন | ৪৩২ |
১৯৭। | লাইটহাউজ বা সামুদ্রিক সংকেত বিনষ্ট করে অনিষ্টসাধন | ৪৩৩ |
১৯৮। | ভূ-সংকেত বিনষ্ট করে অনিষ্টসাধন | ৪৩৪ |
১৯৯। | অগ্নি বা বিস্ফোরক দ্রব্য ব্যবহার করে কৃষি পণ্যের অনিষ্টসাধন | ৪৩৫ |
২০০। | অপরাধজনক অনধিকার প্রবেশ | ৪৪৭ |
২০১। | গৃহে অনধিকার প্রবেশ | ৪৪৮ |
২০২। | কারাদন্ডে দন্ডনীয় অপরাধ করার উদ্দেশ্যে গৃহে অনধিকার প্রবেশ | ৪৫১( ১ম ভাগ) |
২০৩। | অসাধুভাবে সম্পত্তি সম্বলিত আধার ভাঙ্গা | ৪৬১ |
২০৪। | হেফাজতের ভারপ্রাপ্ত ব্যক্তি কর্তৃক অপরাধ সংঘটন | ৪৬২ |
২০৫। | ব্যাংক অফিসার ও কর্মচারীদের অবহেলাজনক আচরনের শাস্তি | ৪৬২ক |
২০৬। | ব্যাংকিং কোম্পানীর সাথে প্রতারণা | ৪৬২খ |
২০৭। | সুনামহানির উদ্দেশ্যে জালিয়াতি | ৪৬৯ |
২০৮। | জাল দলিলকে খাটি দলিলরূপে ব্যবহার | ৪৭১ |
২০৯। | মূল্যবান জামানত, উইল ইত্যাদি জালিয়াতির জন্য জাল সীলমোহর তৈরী যা দন্ডবিধির ৪৬৭ ধারা অনুযায়ী শাহতিযোগ্য | ৪৭২ |
২১০। | জালিয়াতির উদ্দেশ্যে জাল সীলমোহর তৈরী বা রাখা | ৪৭৩ |
২১১। | জাল দলিল নিজের দখলে রাখা | ৪৭৪ |
২১২। | জাল চিহ্ন বিশিষ্ট দ্রব্য নিজের দখলে রাখা | ৪৭৫ |
২১৩। | মিথ্যা হিসাবপত্র প্রণয়ন করা | ৪৭৭ক |
২১৪। | মিথ্যা ট্রেডমার্ক বা সম্পত্তি চিহ্ন ব্যবহার করা | ৪৮২ |
২১৫। | ট্রেডমার্ক বা সম্পত্তি চিহ্ন জাল করে অন্যের ক্ষতির জন্য ব্যবহার করা | ৪৮৩ |
২১৬। | সরকারি কর্মচারীর মার্ক বা চিহ্ন জাল করা | ৪৮৪ |
২১৭। | ট্রেডমার্ক বা সম্পত্তি চিহ্ন জাল করার যন্ত্র প্রস্তুত বা দখলে রাখা | ৪৮৫ |
২১৮। | জাল ট্রেড মার্কবিশিষ্ট পণ্য বিক্রয় | ৪৮৬ |
২১৯। | পণ্যের আধারে মিথ্যা চিহ্ন অংকন | ৪৮৭ |
২২০। | মিথ্যা চিহ্ন ব্যবহারের শাস্তি | ৪৮৮ |
২২১। | ক্ষতিসাধনের জন্য সম্পত্তির চিহ্নে হস্তক্ষেপ | ৪৮৯ |
২২২। | নোট জাল করার যন্ত্র বা সামগ্রী প্রস্তুত করা বা রাখা | ৪৮৯গ |
২২৩। | শুশ্রূষা করার প্রয়োজনীয় দ্রব্য যোগান দেয়ার চুক্তি ভংগ করা | ৪৯১ |
২২৪। | স্বামী বা স্ত্রীর জীবদ্দশায় পুনরায় বিবাহ করা | ৪৯৪ |
২২৫। | পূর্ববর্তী বিবাহের কথা গোপন রেখে বিবাহ করা | ৪৯৫ |
২২৬। | প্রতারণামূলকভাবে বিবাহ অনুষ্ঠান সম্পন্ন করা | ৪৯৬ |
২২৭। | ব্যভিচার | ৪৯৭ |
২২৮। | বিবাহিত নারীকে ফুসলিয়ে নিয়ে যাওয়া বা আটক রাখা | ৪৯৮ |
২২৯। | মানহানি | ৫০০ |
২৩০। | মানহানিকর বলে বিদিত বস্তু মুদ্রণ বা খোদাইকরন | ৫০১ |
২৩১। | মানহানিকর বিষয় মুদ্রিত বা খোদাই করা বস্তু বিক্রয় | ৫০২ |
২৩২। | শাস্তিভঙ্গের প্ররোচনা দানের উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে অপমান | ৫০৪ |
২৩৩। | অপরাধজনক ভীতি প্রদর্শন | ৫০৬ |
২৩৪। | বেনামী পত্রযোগে ভীতি প্রদর্শন | ৫০৭ |
২৩৫। | কোন ব্যক্তিকে বিধাতার রোষভাজন হবে এরূপ বিশ্বাস করিয়ে কোন কাজের অনুষ্ঠান | ৫০৮ |
২৩৬। | নারীর শ্লীলতাহানির জন্য কথা, কাজ বা অংগভংগি | ৫০৯ |
২৩৭। | মাতাল ব্যক্তি কর্তৃক প্রকাশ্যে অসদাচরণ | ৫১০ |