জবাব:
রাষ্ট্র বা ইসলাম মতে আপনার বাবা-মা কে দেখভাল করার দায়িত্ব একান্ত আপনার, আপনার বউয়ের নই,
সে যদি খুশি মনে সওয়াবের নিয়্যতে সহযোগিতা করে সেটা তার ব্যাপার কিন্তু আপনি বাধ্য করতে পারবেন না।
এইক্ষেত্রে আপনার বাবা-মা ও আপনাকে উনার সাথে যথেষ্ট সদয় ব্যবহার করতে হবে, বয়ষ্ক রোগী দেখাশোনা করা সহজ বিষয় নই, ডির্ভোস সমাধান নই, নতুন যাকে আনবেন সে এর ছেয়ে খারাপ হবে না তার কি বিশ্বাস?
সম্ভব হলে বুঝিয়ে নিয়ে আসুন, সেবার কাজে নিজে সহযোগিতা করুন, সামর্থ্য থাকলে একবেলার জন্য হলেও একজন কাজের লোক নিয়োগ দিন।
লেখক: Maruf Hossen Jewel
নোট: ভাল লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না
আমার সাইটঃ MHJ & Associates
নোট: আমাদের ফেসবুক Lawyer's Club Rajshahi পেজ এ লাইক দিয়ে সাথে থাকুন।