আমলঅযোগ্য অপরাধ Non Cognizable Offence:
ফৌজদারী কার্যবিধি-১৮৯৮ (CrPC-1898) এর ৪(চ) এবং (PRB-1943) বাংলাদেশ পুলিশ প্রবিধান-১৯৪৩ এর ২৪৩ ধারায় আমলযোগ্য ও আমলঅযোগ্য অপরাধের সংঙ্গা প্রদান করা হইয়াছে।
যে সকল অপরাধ সংঘটন হবার পর, প্রথম বা দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের আদেশ ছাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কোন ঘটনার তদন্ত করতে পারেন না এবং বিনা পরোয়ানায় কাউকে গ্রেফতার করতে পারবেন না তাকে আমলঅযোগ্য বা অধর্তব্য অপরাধ বলে। (ফৌজদারী কার্যবিধি-১৮৯৮ এর ৪(চ) ধারা)ফৌজদারী কার্যবিধি-১৮৯৮ এর ১৫৫ ধারায় অ-আমলযোগ্য অপরাধ সংঘটন হলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার করনীয় সম্পর্কে বলা হয়েছে।
ফৌজদারী কার্যবিধি-১৮৯৮ এর ১৫৫ ধারায় অ-আমলযোগ্য অপরাধ সংঘটন হলে থানায় জি.ডি General Diary করা যায়।
আমলঅযোগ্য অপরাধের খবর থানায় আসলে পুলিশের Police করণীয়ঃ
১। আমলঅযোগ্য অপরাধের খবর থানায় আসার পর পুলিশ অফিসার বিষয়টি সংগে সংগে থানায় রক্ষিত জি.ডি General Diary জেনারেল ডায়েরবীতে লিপিবদ্ধ করবেন।[ফৌ: কা: ১৫৫(১) ধারা, পিআরবি ৩৭৭ বিধি]
২। আমলঅযোগ্য অপরাধের খবর থানায় আসার পর ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া পুলিশ অফিসার বিষয়টি তদন্ত করা থেকে বিরত থাকবেন। [ফৌ:কা: ১৫৫(২) ধারা]
৩। আমলঅযোগ্য অপরাধের খবর থানায় আসার পর ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া পুলিশ অফিসার তদন্ত করতে পারবেনা সেই জন্য পুলিশ অফিসার তদন্তের অনুমতি চেয়ে ম্যাজিস্ট্রেটের নিকট আবেদন করবেন।[ফৌ:কা: ১৫৫(২), ২০১ ধারা, পুলিশ আইন ২৪ ধারা, পিআরবি ২১৩ বিধি
নোটঃ ফৌজদারী কার্যবিধি-১৮৯৮ সংক্রান্ত বিষয়াবলীর লিঙ্কঃ
ফৌজদারী আদালতের এখতিয়ার আলোচনা কর।
আমলঅযোগ্য অপরাধ Cognizable Offence কি ? আমলঅযোগ্য অপরাধের খবর থানায় আসলে পুলিশের Police করণীয় কি?
ঘুষ_সংক্রান্ত_আইনের_ব্যাখাঃ
গ্রেফতার হলে কী করবেন ? কিছু আইনি পরামর্শ, জেনে রাখুন
দেওয়ানী আদালত ও ফৌজদারী আদালতের এখতিয়ার সম্পর্কে বিস্তারিত আলোচনা কর।
জি আর মামলা ও সি আর মামলার গুরুত্বপূর্ণ খুঁটিনাটি।
প্যারোলে মুক্তি বলতে কি বুঝায় ?
শোন এরেস্ট (Shown Arrest) কাকে বলে ?