পেনাল কোড ১৬১ ধারাঃ-
কোন ব্যক্তি যদি সরকারী কর্মচারী হিসেবে অথবা সরকারী কর্মচারী হবে বলে আশা করে কোন সরকারী কাজ করার অথবা করা হতে বিরত থাকার উদ্দেশ্যে বা পুরস্কার হিসাবে, অথবা সরকারী দায়িত্ব সম্পাদনকালে কোন ব্যক্তিকে অনুগ্রহ প্রদর্শন বা নিগ্ৰহ প্রদর্শন করার জন্য বা করা হতে বিরত থাকার জন্য, অথবা বাংলাদেশের সরকার বা আইনসভা দ্বারা অথবা কোন সরকারী কর্মচারী দ্বারা কোন ব্যক্তির উপকার বা অপকার করার জন্য বা তা করার চেষ্টায় নিজের অথবা অপর কোন ব্যক্তির জন্য কারো নিকট থেকে আইনসম্মত পারিশ্রমিক ছাড়াই অপর যে কোনরূপ পারিতোষিক গ্রহণ করে বা লাভ বা গ্রহণ করতে সম্মত হয় বা লাভ করতে চেষ্টা করে, তবে উক্ত ব্যক্তি তিন বৎসর পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে অথবা অর্থ দণ্ডে অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে।
পেনাল কোড ১৬৫ ধারাঃ-
যদি কোন সরকারী কর্মচারী বিনামূল্যে বা যে মূল্য অপর্যাপ্ত বলে তিনি অবগত এমন মূল্যে তার নিজের বা অপর কারে জন্য এমন কোন ব্যক্তির নিকট থেকে কোন মূল্যবান বস্তু গ্রহণ করেন বা আদায় করেন বা গ্রহণ করতে সম্মত হন বা যে ব্যক্তি তাঁর গৃহীত বা সম্পাদিত কার্যক্রমের সাথে অথবা তৎকর্তৃক অচিরে যে কার্যক্রম বিষয় গৃহীত বা সম্পাদিত হবে উহার সাথে সম্পর্কযুক্ত হয়েছে বা হচ্ছে বা হতে পারে বলে তিনি অবগত, অথবা তার বা তিনি যে সরকারী কর্মচারীর অধঃস্তন বেসরকারি কর্মচারীর সরকারী কার্যাবলির সাথে জড়িত আছে বলে জানেন, অথবা অনুরূপভাবে জড়িত ব্যক্তির সাথে যে ব্যক্তি সম্পর্কযুক্ত বা স্থার্থসংশ্লিষ্ট বলে তিনি অবগত, তা হলে তিনি তিন বৎসর পর্যন্ত যে কোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে অথবা অর্থ দণ্ডে অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবেন।
কোন ব্যক্তি পেনাল কোডের ১৬১ ধারামতে অথবা ১৬৫ ধারামতে দণ্ডনীয় কোন অপরাধ সংঘটনে সহায়তা করলে অপরাধ জন্য বিহিত দণ্ডে দণ্ডিত হবে-সহায়তার ফলে অপরাধটি অনুষ্ঠিত হোক বা না হোক তাতে কিছু যায় আসে না।
ঘুষ যিনি দিবেন ও ঘুষ যিনি নিবেন সমান অপরাধী।
নোটঃ ফৌজদারী কার্যবিধি-১৮৯৮ সংক্রান্ত বিষয়াবলীর লিঙ্কঃ
ফৌজদারী আদালতের এখতিয়ার আলোচনা কর।
আমলঅযোগ্য অপরাধ Cognizable Offence কি ? আমলঅযোগ্য অপরাধের খবর থানায় আসলে পুলিশের Police করণীয় কি?
ঘুষ_সংক্রান্ত_আইনের_ব্যাখাঃ
গ্রেফতার হলে কী করবেন ? কিছু আইনি পরামর্শ, জেনে রাখুন
দেওয়ানী আদালত ও ফৌজদারী আদালতের এখতিয়ার সম্পর্কে বিস্তারিত আলোচনা কর।
জি আর মামলা ও সি আর মামলার গুরুত্বপূর্ণ খুঁটিনাটি।
প্যারোলে মুক্তি বলতে কি বুঝায় ?
শোন এরেস্ট (Shown Arrest) কাকে বলে ?
ফৌজদারী আদালতের এখতিয়ার আলোচনা কর।
আমলঅযোগ্য অপরাধ Cognizable Offence কি ? আমলঅযোগ্য অপরাধের খবর থানায় আসলে পুলিশের Police করণীয় কি?
ঘুষ_সংক্রান্ত_আইনের_ব্যাখাঃ
গ্রেফতার হলে কী করবেন ? কিছু আইনি পরামর্শ, জেনে রাখুন
দেওয়ানী আদালত ও ফৌজদারী আদালতের এখতিয়ার সম্পর্কে বিস্তারিত আলোচনা কর।
জি আর মামলা ও সি আর মামলার গুরুত্বপূর্ণ খুঁটিনাটি।
প্যারোলে মুক্তি বলতে কি বুঝায় ?
শোন এরেস্ট (Shown Arrest) কাকে বলে ?